পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ)-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা জেসমিন নাহার নিশাত, পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম, শেখ সাদী ও মিলন কুমার সরকার এবং পরিবার কল্যাণ সহকারী আনজু আরা বেগম ও অঞ্জলী রাণী।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগবিধি স্থবির হয়ে আছে। নতুন নিয়োগ, পদোন্নতি, পদায়নসহ নানা প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় এফডব্লিউভি, এফপিআই ও এফডব্লিউএ পদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে তাদের ন্যায্য অধিকার আরও উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের প্রধান ভার বহন করে মাঠপর্যায়ের কর্মীরা। অথচ তাদের নিয়োগবিধি বছরের পর বছর অনিশ্চয়তায় আটকে থাকায় কর্মীদের মনোবল কমে যাচ্ছে এবং সেবা ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে গেজেট প্রকাশসহ নিয়োগবিধি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ।
অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কেকে/লআ