পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান নেন পরিবারকল্যাণ কর্মীরা।
কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ, আমিরুন নাহার চৌধুরী, মো. সোহেল খান, মাইকেল দেবনাথ, পরিবারকল্যাণ সহকারী শ্রাবণী কৈরী, শামীম আরা শম্পাসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘নিয়োগবিধি বাস্তবায়নই এখন আমাদের এক দফা দাবি।’ তাঁরা জানান, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
পরিবার পরিকল্পনা পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশজুড়ে পরিবার পরিকল্পনা বিভাগে ৩৩ হাজার ৭১০ জন মাঠকর্মী দায়িত্ব পালন করছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ, দম্পতি নিবন্ধন, মা–শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদানসহ গুরুত্বপূর্ণ কাজ করলেও দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি।
কর্মসূচিতে অংশ নেওয়া কমলগঞ্জে কর্মরত মাঠকর্মীরা দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
কেকে/ এমএস