কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. নুরুল আমিন।
মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি যোগদান করেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
জানা গেছে, এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়ার ধুনট ও গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এবং সর্বশেষ গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত মো. নুরুল আমিন নাটোর জেলার বাসিন্দা এবং ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন। ইউএনও হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল।
তিনি বলেন, “সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতায় চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়ন কাজ এগিয়ে নিতে চাই।”
কেকে/ আরআই