জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদারগঞ্জ গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, মাদারগঞ্জ গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সানাউল হক সোহাগ, জমি দাতা মিনি বেগম, মনিরুজ্জামান মিলন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস