বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিলারচর মাথাভাঙ্গা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি বশির আহমেদ খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তফাদার, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাছেল শিকদার, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তৈফিক আজীম মিশু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সদস্য সাইফুল ইসলাম বাবু সরকার, প্রচার সম্পাদক শামীম মিয়াজি, কলাকান্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কাইয়ুম মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক নাবু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম এ কাইয়ুম, সাধারণ সম্পাদক মাইনুদ্দীন প্রধান, দপ্তর সম্পাদক আল-আমিন পাটোয়ারী, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল, সদস্য সৈকত প্রধান, নাউরি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি শান্ত প্রধানসহ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার হাফেজ মাওলানা মো. ইয়াছিন।
মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের কাম্য। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি।
দোয়া শেষে উপস্থিত এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অব্যাহত থাকবে। দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী, এতিমখানার শিশু ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন।
কেকে/লআ