নানা আয়োজনে বান্দরবানে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমানভাবে সক্ষম এমন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে।”
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী বলেন, “সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ভাতা, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ কর্মসূচি ও পুনর্বাসন সেবা অব্যাহত রেখেছে। এই ধরনের উদ্যোগ সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আগামীতেও অব্যাহত থাকবে।”
পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
কেকে/ আরআই