চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪ তম আন্তজাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কেএইচতাসফিকুর রহমান বলেন, প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন ভাতা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। আমরা চাই তাদের প্রতিভা, দক্ষতা ও সক্ষমতা দিয়ে সমাজে আরও এগিয়ে যাক। তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে—সহানুভূতি নয়, বরং অধিকার ও সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যাতে সেবা পৌঁছে যায়, তা আমরা নিশ্চিত করতে কাজ করছি। সমাজের প্রতিটি মানুষ যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে প্রতিবন্ধীরা বোঝা নয়—বরং সমাজের একেকজন সম্পদ হয়ে উঠবে।’
উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ডা. ফাহমিদা আক্তার, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, কারিতাস বাংলাদেশ প্রতিনিধি বাপ্পা মন্ডলসহ উপজেলার প্রতিবন্ধী উপকারভোগী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস