রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফসহ বেশ কয়েকজন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা দলীয় সব পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বেতগাড়ী বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে আগে থেকেই প্রস্তুত করা ঘোষণাপত্র পাঠ করে সাবেক ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ ও তার সাথে থাকা নেতারা পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় মোহাইমিনুল ইসলাম মারুফের সঙ্গে সহসভাপতি লুৎফুর রহমান রঞ্জু ও নুরুজ্জামান নয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিবুল হক, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হুকমা, বাবু হরিমল, যুবলীগ নেতা রবিউল ইসলাম ও যুব নেতা বাইজিদসহ আরও অনেকে পদত্যাগের ঘোষণা দেন।
মারুফ বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। কিন্তু আমরা বুঝতে পেরেছি এতদিন ভুল পথে ছিলাম। আজ থেকে সকল প্রকার পদ-পদবি থেকে একযোগে পদত্যাগ করছি।
কেকে/ এমএস