কক্সবাজারের উখিয়ায় নিজ মালিকানাধীন মাছের প্রজেক্ট থেকে জাফর (৪৫) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় তার নিজ প্রজেক্টের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিখোঁজের একদিন পর মরদেহ নিজ প্রজেক্ট থেকেই উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন জাফর। তিনি জমিজমা দেখভাল ও মাছের প্রজেক্ট পরিচালনায় সময় দিতেন। প্রজেক্টের ভেতর ছোট একটি ঘর করে সেখানেই থাকতেন। মরদেহের পাশে একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা যাওয়ায় এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
কেকে/বি