নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫শ হাফেজ নিয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা বালুর মাঠে আইয়ুবপুর ও পুটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সৌজন্যে উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর জামিয়া ফারুকিয়া মাদরাসা ও এতিমখানায় ৫০০ হাফেজ শিক্ষার্থীর মাধ্যমে কুরআন খতম ও বিশেষ দোয়া করানো হয়।
মোনাজাত ও দোয়া শেষে আগামীর বাংলাদেশে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীরা।
প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী মোনাজাত ও দোয়া শেষে বলেন, “সারা দেশের মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। আজ তিনি অসুস্থ, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি না থাকলে এদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। তাই আজ এই মাদ্রাসায় শতশত হাফেজদের নিয়ে কুরআন খতমের পর মোনাজাত করেছি এবং আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। আল্লাহ আমাদের এবং এতিমদের দোয়া কবুল করে খালেদা জিয়াকে সুস্থ করে দিবেন বলে আশা রাখছি।”
ছবি : খোলা কাগজ
মনজুর এলাহী বলেন, “আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার আয়ু নেওয়ার পরও যদি মহান আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কমপক্ষে ১০ বছর আয়ু বাড়িয়ে দেন, তাতেও আমি রাজি আছি। কারন ওনি বেঁচে থাকলে এই বাংলার গণতন্ত্র রক্ষা পাবে। সার্বভৌমত্ব রক্ষা পাবে। এই দেশের মানুষের মনে শান্তি আসবে। কোন অশান্তি থাকবে না।”
তিনি আরো বলেন, “আপনারা যারা ভুল ব্যাখ্যা দিয়ে রাজনীতি করছেন তাদেরকে বলতে চাই—এখন কিন্তু সেই সময় নয়। জাতির এই ক্রান্তিলগ্নে এই কাজটা করা ঠিক হবে না। আসুন ঐক্যবদ্ধভাবে আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলি। তারপর না হয় আমরা রাজনীতি করব। যদি অন্যায় কোনো আচরণ করেন আল্লাহ কিন্তু সহ্য করবে না। কারণ ১৮ কোটি মানুষের একমাত্র আশা ভরসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
দোয়া মাহফিলে পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেহ রিকাবদার উপস্থিত ছিলেন।