পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর অধীন মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহম্মদপুর উপজেলায় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এবং পরিবার কল্যাণ সহকারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। দাবি আদায়ের লক্ষ্যে উপজেলার পরিবার পরিকল্পনা কর্মীরা সকাল থেকে অফিসিয়াল কাজ থেকে নিজেদের বিরত রাখেন এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা অবিলম্বে তাদের নিয়োগ বিধি বাস্তবায়ন করে কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর দাবি জানান। দাবি আদায়ের লক্ষ্যে তাদের শ্লোগান ছিল— "এক দফা এক দাবি, নিয়োগ বিধি নিয়োগ বিধি"।
মহম্মদপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির সভাপতি মাহাবুব হাসান ও সাধারণ সম্পাদক রাবেয়া জাহান-এর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পরিচালিত হয়। নেতৃবৃন্দ জানান, মাঠ পর্যায়ের কর্মীরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাদের নিয়োগ বিধি সংক্রান্ত জটিলতার কারণে পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
কর্মকর্তারা হুঁশিয়ারি দেন যে, তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরে যাবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কেকে/লআ