পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে নীলফামাররী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার চাকলারহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৭৬৮/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতীয় ওই শাড়িগুলো আটক করে বিজিবি ৷
বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির হাবিলদার মো. রেজোয়ানের নেতৃত্বাধীন একটি টহল দল পঞ্চগড় জেলার চাকলারহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন৷ এমসয় সীমান্ত পিলার ৭৬৮/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে এলাকায় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে আনা ২৭ পিস ভারতীয় শাড়ি মালিকবিহীন অবস্থায় আটক করেন। জব্দকৃত শাড়ির সিজার মূল্য প্রায় ৩ লক্ষ ২৪ হাজার টাকা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন৷
কেকে/ এমএস