বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আবু তাহের।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড আহ্বায়ক মো. আবু তাহের দোয়া চেয়েছেন।
মো. আবু তাহের তার নিবেদন হিসেবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, কারণ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া গেছে বলে জানা গেছে।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হসপিটালে করোনারি কেয়ার ইউনিট (CCU)–তে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তার চিকিৎসা একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে, যেখানে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা কাজ করছেন।
এদিকে দলবল নির্বিশেষে দেশের সকল জনগণ তার সুস্থতা আশা প্রকাশ করেছেন, যেনো বেগম খালেদা জিয়া সকল শঙ্কা পেরিয়ে আবার হাসিমুখে দেশবাসীর কছে ফেরেন।
দেশের বহু নেতা–কর্মী, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ মসজিদ, মোনাজাত ও দোয়া–মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন বলে জানা গেছে।
কেকে/লআ