বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ওসুস্থতা কামনা করে নওগাঁর পোরশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মিনা বাজারে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে, গত সোমবার বিকালে উপজেলার পোরশা সদরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল গণি, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মন্ডল, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামান বক্তব্য রাখেন।
কেকে/লআ