লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাঁশঘর এলাকার আহমেদ আলী হাজী বাড়িতে গভীর রাতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আনুমানিক ২টায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের নাম হাসমত উল্ল্যা (৬৫)।
স্থানীয় সূত্র জানায়, চাচা হাসমত উল্ল্যার জায়গায় জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করছিল ভাতিজা তোফায়েল ও মহন। এ সময় হাসমত উল্ল্যা বাধা দিলে তোফায়েল(৩৪) ও মহনসহ (৩০) তাদের ভাড়া করা সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে হাসমত উল্ল্যার ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসমত উল্ল্যাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ‘ মামলা হয়েছে, তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক জমি বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।’
কেকে/বি