বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় লালমনিরহাটের আদিতমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে কালিস্থান বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজি উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-লালমনিরহাট আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল প্রমুখ।
কেকে/ আরআই