জয়পুরহাটের আক্কেলপুরে শিশু নাঈম (৫) হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় তিনি সরেজমিনে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে তিনি তদন্ত কার্যক্রম আরও জোরদার ও পেশাদারভাবে পরিচালনার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মিনা মাহমুদা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন—ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম, থানার উপপরিদর্শক গনেশ চন্দ্র রায়।
পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “গতকাল (রোববার) আক্কেলপুরে একটি শিশু হত্যা হয়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আমরা হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিবিরভাবে তদন্ত করছি। অচিরেই এই হত্যার রহস্য উদঘাটন হবে। এই ঘটনায় তার সৎ মাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ আদালতে প্রেরণ করা হয়েছে।”
উল্লেখ্য, গত রোববার সকাল ১১টায় আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তার সৎ মায়ের বিরুদ্ধে। পরে স্থানীয়রা অভিযুক্ত সৎ মা জাহানারা বেগমকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে।
কেকে/এজে