বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাদকা হিসেবে যশোরের কেশবপুরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজস্ব অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ‘জানের সাতগা’ হিসেবে ২৩টি ছাগল দান করেছেন তিনি।
দিনব্যাপী উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, কেশবপুর এতিমখানা, বগা শাহকারিযা এতিমখানা মাদ্রাসাসহ গৌরীঘোনা, সাতবাড়িয়া, হাসানপুর, মঙ্গলকোট, মজিদপুর, বিদ্যানন্দকাটি, ত্রিমোহোনী, সফলাকাটি ও কেশবপুর সদর ইউনিয়ন, পৌরসভাসহ বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদ্রাসায় এসব ছাগল পৌঁছে দেওয়া হয়।
ছাগল বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও অনুকরণীয়।
আবুল হোসেন আজাদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমি ব্যক্তিগতভাবে এই দান করেছি। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়—এ বিশ্বাস থেকেই জানের সাদকা হিসেবে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি।”
কেকে/এজে