নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেণ্ট পাবলিক স্কুল এণ্ড কলেজের তিন শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছে।
সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস্ এক্সপো এণ্ড কনভেনশন সেণ্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান সূত্র জানায়, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বিশ্বের ১০৪টি দেশ থেকে প্রায় ৬০০ দলের তিন হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। সেই প্রতিযোগিতায় কলেজের টিম অংশ নিয়ে রৌপ্য পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে। টিমের সদস্য ছিলেন নাফিজ ইসতে তাওফিক অন্ত, মো. সাজ্জাদ আল-ফুহাদ ও মো. আব্দুল্লাহ আল-মিজান—তিনজনই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। দলের লিডার ছিলেন নাফিজ ইসতে তাওফিক অন্ত। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তারা বাংলাদেশকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছে।
সৈয়দপুর ক্যান্টনমেণ্ট পাবলিক স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, “এ অর্জণ দেশের প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রায় এক উজ্জ্বল বিজয়। আমাদের শিক্ষার্থীরা শুধু দেশ নয়, বিশ্ব মঞ্চেও নিজেদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবন শক্তির স্বাক্ষর রেখে চলেছে। রোবোটিক্স ও এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্স) শিক্ষায় সৈয়দপুর ক্যাণ্টমেণ্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ ধারাবাহিক অগ্রগতি অর্জণ করে ভবিষ্যতের উদ্ভাবক তৈরি করছে। এই সাফল্য বাংলাদেশের প্রযুক্তি চর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে নতুন স্বপ্ন দেখাবে তরুণ প্রজন্মকে।”
কেকে/ আরআই