বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।
রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
বিভিন্ন অনুষ্ঠানে রুচিশীল শাড়ি এবং ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছে পরীমণি। এবার সোশ্যাল মিডিয়ায় শাড়ি নিয়ে এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঝড় তুলেছেন। অনেকেই ধারণা করছেন দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই এমন উদ্যোগ অভিনেত্রীর।
ভক্ত ও অনুসারীদেরও এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরি লিখেছেন, “আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ আসো মনুরা।” এরপর বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন, “যে ফেল করবা সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।”
এই ঘোষণার পরপরই তার ভক্ত মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই তার চ্যালেঞ্জ গ্রহণ করে মন্তব্য করেছেন।
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত করেছেন ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’।
এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, একজন মায়ের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। পরীমণি বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছে নতুন কিছু করার। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।”
শুধু ব্যবসায়িক লাভ নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ পরীমণি। তিনি জানিয়েছেন, “প্রতি তিন মাস পরপর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখা হবে এসব পরিবারের জন্য। পাশাপাশি, মা ও শিশুদের প্রয়োজনীয় সেবা, সচেতনতা এবং সহায়তা কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।”
প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।
কেকে/ আরআই