গেল বছরগুলোতে নিজেকে নিয়মিত ভাঙছেন সুপারস্টার শাকিব খান। চরিত্রের প্রয়োজনে বিভিন্ন লুকে হাজির হচ্ছেন। এবার এ অভিনেতা একইসঙ্গে ছয়টি লুকে হাজির হতে যাচ্ছেন।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিং খানের লুকগুলো। বৈমানিক, তীরন্দাজ, সঞ্চালক, কাজীসহ ছয় বেশে দেখা গেছে তাকে। যেগুলোর একটিতে উঠে এসেছে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার চরিত্র বীরু সহস্রবুদ্ধি ওরফে ভাইরাসের আদল।
তবে এটি কোনো সিনেমার কথা না। সম্প্রতি শীতের প্রসাধনী পণ্যের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন শাকিব। সেখানে দেখা গেছে তার এই ছয় লুক। যার প্রত্যেকটিতে সাবলীল দেখা গেছে কিং খানকে।
বিজ্ঞপানটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এ বিজ্ঞাপনেই ছয়টি বৈচিত্র্যময় লুক নিয়ে হাজির হয়েছেন শাকিব। টিভি পর্দায় প্রচার হচ্ছে বিজ্ঞাপনটি।
শাকিবের হাতে একগুচ্ছ সিনেমা। এরমধ্যে উল্লেখযোগ্য ‘সোলজার’, ‘প্রিন্স’। এরইমধ্যে চলছে সোলজারের শুটিং। এতে শাকিবের বিপরীতে আছেন তানজিন তিশা প্রমুখ। পরিচালক সাকিব ফাহাদ।
কেকে/ আরআই