জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়ায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে এ মিছিলের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয় থেকে মিছিল বের হয়ে গঙ্গাচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাজারের জিরো পয়েন্টে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারি ইউনুছ আলী প্রমুখ।
বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের উদ্যোগে আগামী বুধবার (৩ ডিসেম্বর) বুধবার দুপুর দুইটায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার জন্য দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
কেকে/এমএ