নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সকালে কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুরে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুমন খলিফা বরিশালের আগৈলঝড়া এলাকার মন্টু খলিফার ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন। সুমনের স্ত্রী সোনিয়া আক্তার একজন সংগীতশিল্পী।
সুমনের পরিচয় নিশ্চিত করে সুমনের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ‘রোববার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটিতে গান করার উদ্দেশ্যে সুমন ও সে একসাথে বের হয়। পরে রাতে গানের মাঝখানে সুমন সেখান থেকে বাহিরে বের হয়ে আর ফিরেননি।’
এদিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানায়, ‘নরসিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির সামনে আধাপাকা রাস্তা থেকে সুমন খলিফার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা পুলিশকে খবর দেন।’
তিনি আরও জানায়, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তারা কাজ করছে।’
কেকে/বি