বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোচাগঞ্জ উপজেলা বিএনপি, সেতাবগঞ্জ পৌর বিএনপি, ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি কার্যালয়ে ঐ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী খালেদা জিয়ার রোগমুক্তির দোয়ায় অংশ নেন।
এ সময় দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, সহ-সভাপতি কাজী মো, সোহরাব হুসাইন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো. সাদরুল পারভেজ, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহান পারভেজসহ যুবদল, ছাত্রদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মো. আলমগীর শাহ।
ক্যাপশন. বোচাগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোচাগঞ্জ উপজেলা, সেতাবগঞ্জ পৌর বিএনপি ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক বিশেষ দোয়া মাহফিলে দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও অন্যান্য নেতৃবৃন্দ।
কেকে/বি