অস্ট্রেলিয়া বিএনপির তত্ত্বাবধানে “সোশ্যাল মিডিয়ায় ফ্যাক্ট চেকিং এবং এই-এর ব্যবহার” শীর্ষক একদিনের একটি বিষয়ভিত্তিক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগ, তথ্য যাচাই এবং অনলাইন অপতথ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের আপসহীন গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির অস্ট্রেলিয়া বিএনপি কোষাধ্যক্ষ কে এম মনজুরুল হক আলমগীর।
কর্মশালাটি পরিচালনা করেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অব বিজনেস অ্যানালাইটিকস অ্যান্ড অ্যাপলাইড এআই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বহিঃবিশ্বে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী পেশাজীবী এক্সপার্টিজ গ্রুপের সদস্য প্রফেসর ড. শাহ জে মিয়া। তিনি ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া, এআই ভিত্তিক যাচাই প্রযুক্তি, ভুয়া তথ্য শনাক্তকরণ অ্যালগরিদম এবং নৈতিক ডিজিটাল অ্যাক্টিভিজম নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
অস্ট্রেলিয়া বিএনপি, অঙ্গসংগঠন এবং জিয়া সাইবার ফোর্সের প্রায় ২০ জন তরুণ সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে ডিজিটাল মনিটরিং, তথ্য-যাচাইয়ের ধাপ, এবং অপতথ্য প্রতিরোধ কৌশল শিখে দক্ষতা অর্জন করেন।
অস্ট্রেলিয়া বিএনপির এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো একটি দক্ষ ও প্রশিক্ষিত ফ্যাক্ট-চেকিং টিম গঠন করা, যারা আধুনিক এআই ভিত্তিক যাচাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অপতথ্য চিহ্নিত করার মাধ্যমে সংগঠিত বট-চালিত বিভ্রান্তি ও অপপ্রচারের প্রকৃত স্বরূপ উন্মোচন করা, এবং সাধারণ নাগরিক ও ভোটারদের কাছে যাচাই করা সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া। অস্ট্রেলিয়া বিএনপি এই প্রযুক্তিনির্ভর প্রচেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সুদৃঢ় করতেই সহায়তা করবে।
কর্মশালার উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি, অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সফিক এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব হিটলু।
কর্মশালাটি অস্ট্রেলিয়া বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আশওয়াদুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। নিউ সাউথ ওয়েলসের লাকাম্বা লাইব্রেরিতে আয়োজিত এই কর্মশালায় সরাসরি উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপি এবং অঙ্গসংগঠনের সদস্যরা। পাশাপাশি জুমের মাধ্যমে ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড ও তাসমানিয়া থেকে নেতৃবৃন্দ যুক্ত হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন—যা পুরো অস্ট্রেলিয়াজুড়ে সংগঠনের ডিজিটাল সক্ষমতার প্রতিফলন ঘটায়।
অস্ট্রেলিয়া বিএনপি জানায়, ফ্যাক্ট-চেকিং ও এআই ব্যবহারের এই উদ্যোগ শুধু একটি একদিনের কর্মশালাতেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন অঙ্গরাজ্যের প্রযুক্তি-সচেতন নেতাকর্মীদের সম্পৃক্ত করে একটি দীর্ঘমেয়াদি, টেকসই ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
কেকে/এজে