| শিরোনাম: |

ছবি: প্রতিনিধি
কুমিল্লায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করেছে বিজিবি।
রোববার (৩০ নভেম্বর) ভোরে জেলার আদর্শ সদর এলাকা থেকে শাড়িবাহী কার্ভাট ভ্যান জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ (বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, “জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। এ অভিযান চলমান থাকবে।”
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। রবিবার ভোরে ১০ বিজিবির বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে, আদর্শ সদর উপজেলা ময়নামতি বাজার থেকে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় কার্ভাট ভ্যানসহ অবৈধ ভারতীয় শাড়ী আটক করে। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা।
কেকে/লআ