বিদ্যুৎ ভবনের জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বিদ্যুৎ ভবনস্থ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হে মহান আল্লাহ, আপনি রহমানুর রাহিম। আপনার অপার রহমতে দেশের সবচেয়ে জনপ্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় ও অহংকার, বেগম খালেদা জিয়াকে শেফায়ে কামেলা দান করুন। তাঁর সকল ব্যথা ও কষ্ট লাঘব করে দিন এবং তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিন। আমীন।
প্রকৌশলী মো. শাহেদুল আজিম (সজল), পিএমপি, এমবিএ এর উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিউবোর সকল প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কেকে/লআ