গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে অন্তত ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সফিপুর বাজারে রতন সাহার একটি পানের দোকানে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই সেই আগুন পার্শ্ববর্তী মহাদেব সাহার মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুই দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে যায়।
সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) আলাউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্ত দোকান পুনর্নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
কেকে/লআ