সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দমদমা ব্রিজের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি একরামুল হোসাইন।
লাশ উদ্ধার হওয়া শহিদুল ইসলাম তালুকদার (৬৭) একই উপজেলার বন্যাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, “শহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। রোববার সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খালের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।”
পরে পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।
কেকে/লআ