যশোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদকসহ চিহ্নত অস্ত্র ব্যবসায়ী লিটন গাজীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) রাতে ডিবি ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে অভিযান চালিয়ে লিটন গাজীকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত লিটন যশোর সদর উপজেলার সুজলপুর মধু গ্রামের নুর ইসলামের ছেলে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসবিফিং-এ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানায়, অস্ত্র ও মাদক ব্যবসায়ী লিটন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত আন্ডার ওয়াল্ডে ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে আটককৃত লিটন গাজীর বাড়ির বক্স খাটের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা উল্লেখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, এসব অস্ত্র ও মাদক বেনাপোল সীমান্ত দিয়ে আনা হয়েছে এবং ঢাকা ও চট্রগ্রামে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে।
ডিবির ওসি মঞ্জুল হক ভুঞা জানায়, আটককৃত লিটনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামির বিরুদ্ধে ইতিপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।
কেকে/বি