বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘ক্ষমতায় থেকেও উপদেষ্টারা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন। নির্বাচনে অংশ নিতে হলে আগে পদত্যাগ করা উচিত ছিল।’
রোববার (৩০ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় ‘গণভোট, জুলাই সনদ ও দেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাইফুল হক প্রশ্ন তুলে বলেন, ‘যেসব উপদেষ্টাদের কারণে সরকার বিতর্কিত হচ্ছে, তাদের অপসারণ কেন করা হচ্ছে না?’
তিনি বলেন, ‘গতকালের কমিশনের আয়োজিত গণভোট ও আসন ভোটের মক ডেমোনস্ট্রেশন সফল হয়নি; একাধিক ধাপে এমন ডেমোনস্ট্রেশন প্রয়োজন।’
ভোটারদের মধ্যে আগামী নির্বাচনের প্রতি আশা জাগাতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে; তাদের কার্যক্রম উদ্বেগজনক। রেফারির ভূমিকা নিয়ে নিতে হবে, গোল দেয়ার চিন্তা করলে হবে না।’
বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
‘রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা না করেই কমিশন পিআরও সংশোধন করেছে; এই সংশোধনের ফলে আগামী নির্বাচন কালো টাকার খেলায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।’
কেকে/এমএ