দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বক্তারা অভিযোগ করেন, করোনা ও ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে।
দ্রুত দশম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তারা জানান, দাবি না মানা হলে ৩ ডিসেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ ডিসেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।
ফার্মাসিস্ট আব্দুল মালেক বলেন, ‘দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত রাখবো। টেকনোলোজিস্ট ছাড়া কোনো চিকিৎসা ঠিকঠাক হয়নি। যত দিন এই স্বাস্থ্যসেবা থাকবে, ততদিন এই টেকনোলজিস্টদের ভূমিকা থাকবে। দীর্ঘদিন ধরে বৈষম্য থাকায় নিয়োগ প্রক্রিয়ায় ও একটি নেতিবাচক প্রভাব পড়েছে।’
কর্মবিরতির কারণে সেবা নিতে আসা রোগীরা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন।
ভুক্তভোগীরা জানান, চিকিৎসা সেবা বন্ধ রেখে দাবি আদায়ের আন্দোলনের কারণে আমরা রোগী নিয়ে বসে আছি দুই ঘন্টা। সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু ঝুঁকি থাকে। এছাড়া তারা যদি আগে জানিয়ে দিতো তাহলে আমরা ভিন্ন ব্যবস্থা নিতে পারতাম।
কেকে/এমএ