পটুয়াখালী জেলা বিএনপি’র সিদ্ধান্তে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে পদ থেকে স্থগিতাদেশ পাওয়া দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক যোবায়ের হোসেন আক্কাসকে পুনরায় দলের পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যোবায়ের হোসেন আক্কাসকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আগে দলীয় পদ স্থগিতাদেশ প্রদান করা হয়। পরে তার আবেদন এবং কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে তিনি পুনরায় তার পূর্বের পদে বহাল হয়েছেন।
স্থানীয় বিএনপি সূত্র জানায়, দীর্ঘদিন পরে নেতার পুনর্বহালের খবর শোনার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং দলের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।
দশমিনা বিএনপি’র তৃণমূল কর্মীরা বলেন, আক্কাস আমাদের দীর্ঘদিনের নেতা। তার নেতৃত্বে আমরা আবার শক্তিশালী দলীয় কার্যক্রম দেখতে পাবো।
কেকে/বি