চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি মাদককারবারী নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে একদল মাদককারবারী ভারতের অভ্যন্তরে মাদক আনতে গেলে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কার আলীর ছেলে।
শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার জানান, “শনিবার বিকেলে মাধবখালী সীমান্তের দোয়ালের মাঠে শহিদুল ইসলাম গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। এসময় বিএসএফ সদস্যরা শহিদুল ইসলামকে ধরে খুব কাছ থেকে গুলি করে। এতে শহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন বলে ভারতে আমার পরিচিতজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।”
স্থানীয়দের দাবি, শহিদুলসহ ৬–৭ জন শনিবার বিকেলে ভারতে মাদক আনতে যান। তারা গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করলে মাটিয়ারী ক্যাম্পের বিএসএফ সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়েন। এ সময় শহিদুল হাতে থাকা হাসুয়া দিয়ে বিএসএফের ওপর চড়াও হন। পরে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে আহত শহিদুলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের বরাত দিয়ে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, “প্রথমে বিএসএফের পক্ষ থেকে শহিদুল ইসলাম আহত হয়েছেন বলে দাবি করা হয়। কিন্তু পরবর্তীতে রাত ৮ টার সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে আবারও জানানো হয়েছে শহিদুল ইসলাম নিহত হয়েছে। তার মৃতদেহ পুলিশের কাছে আছে।”
কেকে/ আরআই