চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি মাদক কারবারী নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে একদল মাদক কারবারী ভারতের অভ্যন্তরে মাদক আনতে যাওয়ার সময় এ গুলির ঘটনা ঘটে। শহিদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তার বাড়িতে শোকের মাতম চলছে।
শহিদুল ইসলাম জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফ-এর ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারের বরাত দিয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল আলম পিএসসি সাংবাদিকদের জানিয়েছেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কর আলীর ছেলে চিহ্নিত মাদক কারবারী শহিদুল ইসলামসহ ৬-৭ জন শনিবার বিকালে ভারতে মাদক আনতে যায়। তারা গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে পৌছালে ভারতের মাটিয়ারী ক্যাম্পের বিএসএফের সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়ে।
এ সময় শহিদুল ইসলাম তার ব্যাগে থাকা হাসুয়া বের করে বিএসএফের উপর চড়াও হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা এক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফের ছোড়া গুলিতে শহিদুল ইসলাম আহত হলে তাকে চিকিৎসার জন্য কৃষ্ণনগর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে শহিদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএসএফের গুলিতে শহিদুল নিহত হয়েছেন। তার বাড়িতে শোকের মাতম চলছে।
কেকে/লআ