বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর সোনাগাজীতে দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–৩ (সোনাগাজী–দাগনভুঁঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া, সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কেন্দ্রীয় যুবদল নেতা শামসুল আলম রানা, হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. মোস্তফা, পৌর আমির কালিম উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম, চর দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মতিগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মো. আনোয়ার উল্যাহ পাবেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমাদের দলের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া ১৯৮৫ সাল থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিজের জীবন উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন। আজ তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব নেত্রীর জন্য দোয়া করা। সকলকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাই।”
কেকে/ আরআই