নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ-বদরপুর সংযোগ ব্রীজের নির্জন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশাচালকের নাম শাহাদত হোসেন। সে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ইব্রাহিম মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শাহাদত একটি মাদ্রাসায় পড়াশোনা করত। শখের বসে তার বড় ভাইয়ের রিকশা নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়। এরপর লোকজনের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় মরদেহ দেখতে পান। স্থানীয়দের ভাষ্য, অটোরিকশা ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে শাহাদতকে গলা কেটে হত্যা করে ব্রীজের একপাশে রেখে যায় দুর্বৃত্তরা। বিকেলে স্থানীয়রা খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম জানান, “অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলা কেটে চালক শাহাদাতকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ আরআই