ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপার হওয়ার সময় ইমাদ পরিবহনের একটি গাড়ির চাপায় সাহিদা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত
সাহিদা আক্তার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ শাহাদাত
হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই শিক্ষার্থী বাড়ি
থেকে প্রাইভেট পড়ার উদ্যেশ্যে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ
গামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই
মারা যান।
এলাকাবাসী সড়ক অবরোধ করে দুই-তিনটি যানবাহন ভাঙচুর করেন।
পরে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “গাড়ির চাপায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় পুলিশ
তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল
স্বাভাবিক রয়েছে।”
কেকে/লআ