যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে মাঠে। গত ২১ নভেম্বর ভূমিকম্পে বিদ্যালয়টির ভবনের ব্যাপক ক্ষতি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে শিক্ষাকার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এর প্রতিকার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সরেজমিনে দেখা গেছে, ভূমিকম্পে বিদ্যালয়টির ভবনের ভিম, ছাদ, দেয়াল, মেঝে পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ কারণে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এর প্রতিকার চেয়ে সোমবার (২৪ নভেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ ভবন মেরামতে জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করলে ওই দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে শিক্ষকরা বাধ্য হয়ে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের পাঠদান করাতে বাধ্য হচ্ছেন। এছাড়া দীর্ঘ দিনেও বিদ্যালয়ের মাঠটি সংস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান জানান, বিদ্যালয়টির সমস্যার কথা বলে শেষ করা যাবে না। এর বাথরুম ও গভীর নলকূপ অকেজো হয়ে রয়েছে। দ্রুত সীমানা প্রচীর করার প্রয়োজন। দীর্ঘ দিনেও বিদ্যালয়ের মাঠটি সংস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষার সময় বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকে।
নজরুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পে বিদ্যালয়টির ভবনের ভিম, ছাদ, দেয়াল, মেঝে পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এ কারণে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্রুত অস্থায়ী ঘর নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে।’
কেকে/এমএ