গতানুগতিক ত্রাণ বিতরণ ব্যবস্থার গণ্ডি পেরিয়ে মানবিক সহায়তায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ।
শুক্রবার (২৮ নভেম্বর) রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাজারে এক ব্যতিক্রম উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। যেখানে উপকারভোগীদের মর্যাদা, মতামত ও ব্যক্তিগত পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
এই কর্মসূচির আওতায় পূর্বনির্ধারিত শীতবস্ত্র প্যাকেটের পরিবর্তে ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ ২ হাজার ৯০০ টাকা করে তুলে দেওয়া হয়। ওই অর্থ দিয়ে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী দোকান থেকে শীতের পোশাক কিনতে পারেন।
কাউনিয়া উপজেলার ৩টি ইউনিয়নের মোট ৭৫০ জন মানুষ এ কর্মসূচির আওতাভুক্ত হয়। পাইলট ভিত্তিতে বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে প্রচলিত ত্রাণ বিতরণ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এতে সহায়তাপ্রাপ্ত মানুষগুলো নিজেদের রুচি, প্রয়োজন ও মর্যাদা অক্ষুণ্ন রেখে পণ্য নির্বাচন করার সুযোগ পাচ্ছেন, যা মানবিক সহায়তায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
উপকারভোগী নূর নেছা বেগম বলেন, ”এভাবে কখনও সাহায্য পাইনি। আজ মনে হয়নি যে আমরা ত্রাণ নিতে এসেছি। নিজের পছন্দে কাপড় কিনতে পেরে খুব আনন্দ লাগছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের সিডিএস প্রকল্পের কো-অর্ডিনেটর সাহজাদা শরীফ।
তিনি বলেন, “আমরা চাই সহায়তা যেন মানুষের সম্মান বজায় রেখে পৌঁছায়। এই পদ্ধতি সফল হলে ভবিষ্যতেও আমরা এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।”
স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক সহায়তার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
কেকে/এমএ