বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
রাজনীতি
ময়মনসিংহ-৯ : মাঠে নেই ইয়াসের, গণসংযোগে মনোনয়ন বঞ্চিতরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:২৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক  ইয়াসের খান চৌধুরী। মনোনয়ন ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর ঢাকা থেকে নান্দাইলে যান তিনি। এরপর সপ্তাহখানেক থেকে এলাকা ছেড়ে যান লন্ডন প্রবাসী এই বিএনপি নেতা। প্রচারণার ভর মওসুমে দলীয় প্রার্থীকে এলাকায় না পেয়ে হতাশ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 

তবে নান্দাইলের প্রচারণার মাঠ গরম করে রাখছেন মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী। সভা-সমাবেশ, উঠান বৈঠকসহ টানা গণসংযোগ করে যাচ্ছেন তারা। প্রচারণাকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করছেন। ওদিকে ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত চার প্রার্থীর সমর্থকরা। তবে দীর্ঘদিন ধরে এলাকায় না থাকা এবং বিগত ফ্যাসিবাদী দুঃশাসনের সময় দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে না থাকা ইয়াসের খানকে মনোনয়ন দেওয়া স্থানীয় নেতাকর্মীসহ বিশিষ্টজনেরাও ক্ষুব্ধ বলে জানা গেছে। 

এদিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ইয়াসের খান চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় একদিকে উৎফুল্ল ভোটের মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থকরা। ক্ষোভে ফুসছেন ত্যাগী ও নির্যাতিত সাধারণ বিএনপি নেতাকর্মীরা। 

জানা গেছে, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব ২৩৬টি আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে দীর্ঘ ৯ দিনেও এলাকায় যেতে পারেননি ময়মনসিংহ-৯ আসনে বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী। ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। একপর্যায়ে গত ১১ই নভেম্বর তিনি এলাকায় গেলেও চুপিসারে এলাকা ছেড়ে ঢাকায় চলে আসেন। এরপর ১৩ই নভেম্বর সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীরা প্রতিবাদী সমাবেশ করেন। সেদিন বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পৌর শহরের মোটরযান সমিতির সামনে অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে মনোনয়ন বঞ্চিত চার প্রার্থীর নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি সংবলিত বিভিন্ন কথা প্রদর্শন করেন। জানা গেছে, সর্বশেষ গত ১৭ই নভেম্বর থেকে এলাকায় এক মুহুর্তের জন্যও যাননি ইয়াসের খান চৌধুরী। এজন্য স্থানীয় নেতাকর্মীরা চরম বিব্রত ও ক্ষুব্ধ বলে জানান।

জানা যায়, ময়মনসিংহ-৯ আসনে বিএনপি থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে এই মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী ও বঞ্চিত চার প্রার্থীর সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা হলেন— মামুন বিন আবদুল মান্নান, মেজর জেনারেল (অব) আনোয়ারুল মোমেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব) এ কে এম শামছুল ইসলাম শামস (সূর্য), নাসের খান চৌধুরী। 

মনোনয়ন ঘোষণার পর থেকেই এই চার নেতার সমর্থকরা ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে হাতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে থাকেন। তাদের প্রধান দাবি ছিল, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিতর্কিত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক। এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল কিছুটা সীমিত হয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত কোনো প্রার্থীর তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে মানববন্ধনে অংশ নেওয়া সমর্থকরা জানান, সঠিক ব্যক্তিকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে।

নান্দাইল বিএনপির একাধিক নেতা জানান, ইয়াসের খান দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছিলেন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের পুরো সময় তিনি লন্ডনে ছিলেন। ২০২৪ সালে হাসিনাবিরোধী আন্দোলনে চিকিৎসার কথা বলে থাইল্যান্ডে অবস্থান করেন। তখন এলাকায় নেতাকর্মীদের বলতেন—তিনি ঢাকায় অবস্থান করছেন। 

এদিকে চলতি বছরের শুরুতে অদৃশ্য শক্তির জোরে লন্ডনে বসেই উপজেলা বিএনপির আহ্বায়ক হন। নান্দাইল বিএনপির দায়িত্ব পাওয়ার পর সাধারণ নেতাকর্মীদের প্রতিবাদের মুখে এলাকায় ঢুকতে পারেননি। পুলিশ পাহারায় নিজ বাড়িতে নতুন কমিটির সংবর্ধনার আয়োজন করেও ব্যর্থ হন। বিএনপির নেতাদের বিক্ষোভে মুখে এলাকা ছেড়ে ঢাকা চলে যান। দলীয় বড় কোনো কর্মসূচি ছাড়া এলাকায় যান না। ঢাকায় অবস্থান করেন। 

বিএনপি নেতারা জানান, ধানের শীষের প্রার্থী এলাকায় না থাকায় ভোটের মাঠে অনেকটা নির্ভার জামায়াত প্রার্থী। কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনে দীর্ঘদিন প্রচারণা চালিয়ে ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। তাই জামায়াতের প্রার্থীকে মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকা নেতাকে ধানের শীষ নিয়ে লড়তে হবে। না হলে আসন জামায়াতের প্রার্থীর কাছে হাতছাড়া হতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইয়াসের খান চৌধুরীকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
আরও সংবাদ   বিষয়:  ময়মনসিংহ-৯   মাঠে নেই ইয়াসের   গণসংযোগ   মনোনয়ন বঞ্চিত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close