মৌলভীবাজার ৪ (কমলগঞ্জ -শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের সাথে কমলগঞ্জ প্রেসক্লাবের নবর্নিবাচিত কমিটিসহ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে কমলগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওনের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. মো. মাসুক মিয়া, সেক্রেটারী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।
অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, যদি জনগণ তাদের নির্বাচিত করে, তাহলে তারা জাতিকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ উপহার দেবেন। জামায়াত দেশের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চায়। নির্বাচিত হলে ইনসাফ এর বাংলাদেশ গড়বেন।
তিনি আরো বলেন, কমলগঞ্জ পর্যটন সমৃদ্ধময় জনপদ, পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকার পর্যটন, কৃষি, মেডিকেল কলেজ, শিক্ষা, চিকিৎসা, বিমানবন্দর চালুসহ সর্বক্ষেত্রে কাজ করবো।
তিনি আরো বলেন ৫ আগস্ট গণ বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও দুর্নীতি ও ঘুষ খুরদের তৎপরতা কমেনি একমাত্র জামাত ইসলামি ক্ষমতায় আসলে এই দুর্নীতি শুন্যতে নেমে আসবে ইনশাল্লাহ। একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠনে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।
এ সময় কমলগঞ্জ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস