চাঁদপুরের মতলব উত্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীনের উপস্থিতিতে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর পর্যটন লিমিটেডের চেয়ারম্যানের গাড়ী ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মোহনপুর পর্যটন সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে ৩শ’ জনের ব্যাচ আমাদের এখানে দুপুরের খাবার খেয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। এই মর্মে পর্যটন ভাড়া নেন। পর্যটনের চেয়ারম্যান হিসেবে কাজী মিজানুর রহমান খাবারের মান নিশ্চিত করা ও অন্যান্য সুবিধা সমূহ দেখভাল করার জন্য পর্যটনে আসেন। তখন পর্যটনের ভিতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীন ছিলেন। উনার সাথে কাজী মিজানুর রহমানের দেখা হয়নি।
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীনের উপস্থিতিতে ওনার আপন ভাতিজী জামাই মো: সাইফুল ইসলামের নেতৃত্বে স্থানীয় ক্যাডার রুবেল গাজীসহ আরো ১০-১৫ জনের একটি স্বশস্ত্র দল কাজী মিজানুর রহমানের গাড়ী ভাঙচুর করে। ভাংচুর করেই ক্ষ্যান্ত হননি তাকে প্রাণে মারার জন্য একাধিকবার চেষ্টা করে। তখন স্থানীয়রা মিজানকে উনার কটেজে নিয়ে প্রাণে রক্ষা করে।
স্থানীয়রা ক্ষোভের সুরে আরো জানান, একজন বিএনপি নেতার সামনে একজন জনপ্রতিনিধিকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, গাড়ী ভাঙচুর করা হলে আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা এর সুষ্ঠু বিচার চাই, নতুবা আমরা মানববন্ধন করতে বাধ্য হবো।
কাজী মিজানুর রহমান জানান, আমার মালিকানাধীন পর্যটনে ও ইউনিয়ন পরিষদে আমি নিয়মিত আসি। আজ যে ঘটনা আমার সাথে হয়েছে, তা সত্যিই লজ্জাজনক। একজন জনপ্রতিনিধি হিসেবে সত্যিই এটি প্রত্যাশা করিনি। আজ আমরা নিরাপত্তাহীন।
কেকে/ এমএস