টঙ্গীতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় অংশ নেওয়া দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টা ৩৯মিনিটে মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী থানা এলাকার বগারপাড় গ্রামের পিতা মৃত মজিবুর রহমান ছেলে চাঁন মিয়া (৬০), তিনি নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় ভাড়া থাকতেন। এর আগে নোয়াখালী জেলার সদর থানার আন্ডার চর গ্রামের সুলতান আহমদের ছেলে নুর আলম (৮০)।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিশ্ব ইজতেমার ময়দানে চলমান ৫ দিনের জোড় ইজতেমায় অংশ নিতে আশা প্রথমদিনে চাঁন মিয়া নামে এক মুসল্লি জুমার নামাজের সময় তিনি স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে সাথীরা তাকে ইজতেমার মাঠ সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শুক্রবার ভোরে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন নুর আলম, রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয় । পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবার দেওয়ার পর চিকিৎসা কেন্দ্রের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেকে/ এমএস