টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে চলমান ৫ দিনের জোড় ইজতেমায় নুর আলম (৮০) নামে এক মুসলির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
নিহত ব্যক্তি হলেন, নোয়াখালী জেলার সদর থানার আন্ডার চর গ্রামের সুলতান আহমদের ছেলে।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিশ্ব ইজতেমার ময়দানে চলমান ৫ দিনের জোড় ইসতেমায় এসে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন নিহত নুর আলম, রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবা দেওয়ার পর চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুমার নামাজের পরে তার জানাজার নামাজ বিশ্ব ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হয়।
কেকে/ এমএস