রংপুরের গঙ্গাচড়ায় প্রয়াত ক্রীড়া সংগঠক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো-এর স্মরণে তিন দিন ব্যাপী শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং গঙ্গাচড়া উপজেলা বিএনপি নেতা মো. রুহুল আমিনের উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) সকাল দশটায় উপজেলার বড়বিল মন্থনা বাজার মাঠে তিন দিন (২৯, ৩০, নভেম্বর, ১ডিসেম্বর) ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।
টুর্নামেন্টে রংপুর জেলার ৮টি উপজেলার ৮টি দল অংশগ্রহণ করবে।
এ বিষয়ে আয়োজক মো. রুহুল আমিন বলেন, শহীদ জিয়া পরিবারের ওপর অমানবিক অত্যাচার দেশ গঠনে এই পরিবারের ভূমিকা সর্বপরি ক্রীড়া অঙ্গনে আরাফাত রহমান কোকোর ভূমিকা দেশের তরুন যুব সমাজের নিকট তুলে ধরাই তার লক্ষ্য বলে তিনি জানান।
কেকে/ এমএস