লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষি জমি থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মাটি খননের সময় বস্তুটি উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই বস্তুটি সেখানে চাপা পড়েছিল।
জানা যায়, হাতীবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়ন ভূক্ত মধ্য গড্ডিমারী আদর্শ গ্রামের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাসিন্দা মো. আবুল হোসেন (৬৫) তার আবাদী জমিতে ভেকু (এক্সকেভেটর) দিয়ে মাটি সমান করার কাজ করাচ্ছিলেন।
এ দিন সকাল সাড়ে ৯টায় মাটি খননের সময় মাটির প্রায় ১.৫ থেকে ২ ফুট নিচে চাপা পড়া অবস্থায় লোহার বস্তুটি দেখতে পান শ্রমিকরা। বস্তুটি দেখতে মর্টারশেল বা কামানের গোলার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধার হওয়া মরিচা ধরা লোহার বস্তুটি দেখতে মর্টারশেলের মতো। এর আনুমানিক ওজন ৩.৫ থেকে ৪ কেজি। বস্তুটি দৈর্ঘ্যে ১৪ ইঞ্চি, পূরত্ব (বেধ) ১০ ইঞ্চি এবং ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। বস্তুর গায়ে MK 17 লেখাটি দেখা গেছে।
এলাকাবাসী সাথে সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমা সাদৃশ্য বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
স্থানীয়রা অনুমান করছেন, মুক্তিযুদ্ধের সময় গোলাগুলি চলাকালে এটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী জানিয়েছে, ‘উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত এলাকাটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
কেকে/বি