কিশোরগঞ্জের ইটনায় টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, ডিলার টিসিবি’র পণ্য প্রকৃত সুবিধাভোগীরা মধ্যে বিতরণ না করে বাহিরে বিক্রি করায় তারা সুবিধা বঞ্চিত হচ্ছেন।
অভিযুক্ত ওই ডিলারের নাম তাজুল ইসলাম মানিক মিয়া। তিনি উপজেলার চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামে আনন্দ বাজার নদী পাড়ে সুবিধাভোগী হতদরিদ্র মানুষের মাঝে নির্ধারিত ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণকালে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন অনেক কার্ডধারী। তারা অভিযোগ করে বলেন, হাতে সরকার প্রদত্ত টিসিবি কার্ড থাকার পরেও তাদেরকে পণ্য দেওয়া হয়নি। কিছুক্ষণ পণ্য বিতরণের পরেই ডিলারেন পক্ষ থেকে জানানো হয় বিতরণ শেষ। সব পণ্য বিতরণ হয়ে গেছে। আপাতত অবশিষ্ট নেই।
মৃগা গ্রামের বাসিন্দা চাঁন মিয়া জানায়, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বলছে পন্য নেই। তাহলে তার কার্ডের পন্য গেল কোথায়?’
আরেক ভুক্তভোগী ওয়ারিস মিয়া জানায়, ‘আমরা কখনও চাল পাইনি।’
এ বিষয়ে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের ডিলার তাজুল ইসলাম মানিক বলেন, প্রয়োজনীয় সব আছে। তার পরেও আমি পন্য দেওয়ার সময় উপস্থিত ছিলাম না। আমার ভাগ্নে রতন সেখানে উপস্থিত ছিলো।
উপস্থিত রতন মিয়া বলেন, আমি যা পেয়েছি সবাইকে তাই দিচ্ছি, আর যদি কেউ না পেয়ে থাকে তাদেরকে আগামী মাসে দেওয়া হবে।
এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কেকে/বি