গাজীপুরের টঙ্গীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে টঙ্গীর গোপালপুর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দাবিকৃত চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী কামাল, হাসান, রাকিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার দোকানপাট ও গ্যারেজে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে সোহান ও তার ভাইকে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবারও তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর মামলা তুলে নিতে নিয়মিত চাপ সৃষ্টি করছে; অন্যথায় প্রাণনাশের হুমকিও দিচ্ছে তারা। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।
এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সোহান ও সোহেলের মা মাসুদা বেগম, বড় ভাই রুবেল, মামা নুরে আলম, টুটুল মিয়া, স্থানীয় এলাকাবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
কেকে/ আরআই