শেরপুর নালিতাবাড়ীতে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন ফাহিম চৌধুরী।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পৌর শহরের বাজারে চাল হাটি এলাকায় ব্যবসায়ী ও নালিতাবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মানিক মিয়ার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ২ (নকলা নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী। ব্যবসায়ী গোলাম হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, ব্যবসায়ী কিরণ দত্ত, লুৎফর রহমান মন্ডল, বাদল সাহা প্রমুখ।
মতবিনিময় সভায় ফাহিম চৌধুরী বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গড়াই আমার লক্ষ্য। ব্যবসায়ীরা যেন নির্ভয়ে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করায় আমাদের দায়িত্ব।”
সভায় ব্যবসায়ীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রার্থী ফাহিম চৌধুরী এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
কেকে/লআ